সভায় সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসি।
আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ গ্রহন করেন-রামপাল উপজেলা সহকারি ভূমি জনাব অভিজিৎ চক্রবর্তী,রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আতিকুর রহমান আতিক, উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ শাহিনুর রহমান, রামপাল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন বাবু, রামপাল উপজেলা জামাতের আমির মাওলানা মোঃ আব্দুল হাই, সেক্রেটারি মাওলানা মোঃ জিহাদুল ইসলাম, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোঃ মাজিদুর রহমান জুয়েল, রামপাল উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক অমিত কুমার রায়, রামপাল ফায়ার সার্ভিস, উপজেলা আনসার কমান্ডার ও উপজেলা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা,রামপাল প্রেস ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান,প্রেস ক্লাবের সদস্য শেখ মাসুম বিল্লাহ প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয় যে, রামপাল উপজেলা ৩৫টি সার্বজনীন দূর্গা পূজা মন্দির এবং ২টি ব্যক্তিগত পূজা মন্দিরে পূজা উদযাপন করা হবে।বর্তমান সরকারের সরকারি দিক নির্দেশনা মেনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ও সবার সহযোগিতা এবং ঐক্যমতে শারদীয় দুর্গা উৎসব যথাযথ মর্যাদায় পালন করা হবে।