শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

দুর্গাপূজা উপলক্ষে রামপালে প্রস্তুতি সভা ৩৭টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে

মোঃ মাসুম শেখ, (রামপাল, মোংলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
বাগেরহাট রামপাল উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আসন্ন শারদীয় দুর্গাপূজা – ২০২৫ যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১২ ঘটিকায় উপজেলা অডিটোরিয়াম কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসি।
আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ গ্রহন করেন-রামপাল উপজেলা সহকারি ভূমি জনাব অভিজিৎ চক্রবর্তী,রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আতিকুর রহমান আতিক, উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ শাহিনুর রহমান, রামপাল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন বাবু, রামপাল উপজেলা জামাতের আমির মাওলানা মোঃ আব্দুল হাই, সেক্রেটারি মাওলানা মোঃ জিহাদুল ইসলাম, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোঃ মাজিদুর রহমান জুয়েল, রামপাল উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক অমিত কুমার রায়, রামপাল ফায়ার সার্ভিস, উপজেলা আনসার কমান্ডার ও উপজেলা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা,রামপাল প্রেস ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান,প্রেস ক্লাবের সদস্য শেখ মাসুম বিল্লাহ প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয় যে, রামপাল উপজেলা ৩৫টি সার্বজনীন দূর্গা পূজা মন্দির এবং ২টি ব্যক্তিগত পূজা মন্দিরে পূজা উদযাপন করা হবে।বর্তমান সরকারের সরকারি দিক নির্দেশনা মেনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ও সবার সহযোগিতা এবং ঐক্যমতে শারদীয় দুর্গা উৎসব যথাযথ মর্যাদায় পালন করা হবে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102