শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন

ফতেপুরে আসমানী খ্যাত সাবিত্রির বাড়ি পরিদর্শন করলেন সহকারী ভূমি কমিশনার অমিত বিশ্বাস

শ্যামল কুমার মন্ডল,কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সাতক্ষীরা জেলার,কালীগঞ্জ উপজেলার,৪ নাম্বার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের আসমানি খ্যাত সাবিত্রির বাড়ি পরিদর্শন করেছেন কালিগঞ্জ উপজেলার সহকারী ভূমি কমিশনার জনাব অমিত কুমার বিশ্বাস। সফর সঙ্গী হিসেবে ছিলেন কলেজ শিক্ষক রামকৃষ্ণ রায় এবং বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিৎ মন্ডল।
 গত কয়েকদিন আগে ভারী বৃষ্টিতে সাবিত্রির কুঁড়েঘর দেয়াল পড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে দিন কাটছিল সাবিত্রীর। বর্তমানে সাবিত্রির বয়স ৮৫ বছর। সম্বল বলতে আছে ২ শতক জমি।
 সাথে থাকেন সাবিত্রির প্রতিবন্ধী মেয়ে এবং মেয়ের এক প্রতিবন্ধী ছেলে পবিত্র। অর্থ রোজগারের মত ক্ষমতা নেই তিনজনের কারোর। কোনমতে দিন কেটে যায় এলাকার মানুষের সহযোগিতায় এবং সরকারের দেওয়া প্রতিবন্ধী ভাতার ওপর নির্ভর করে।
 এই খবর উপজেলা প্রশাসনকে জানানো হলে জানাব অমিত কুমার বিশ্বাস সরোজমিনে এসে এই হৃদয়বিদারক দৃশ্য দেখে অবাক হয়ে যান। তিনি বলেন কালীগঞ্জ উপজেলার মতো জায়গায় মানুষের এমন পরিনতি ঘটতে পারে এটি আমার বিশ্বাস ছিল না। বিধাতার দেওয়া এমন নিষ্ঠুর পরিণতিকে তিনি মেনে নেয়ার জন্য সাবিত্রী পরিবারকে অনুরোধ করেন। এলাকার মানুষ জনকে সাবিত্রির পরিবার প্রতি সহানুভূতি দেখানোর জন্য আহ্বান করেন।
 পরিদর্শন কালে অমিত কুমার বিশ্বাস সরকারি ফান্ড না থাকায় ব্যক্তিগত তহবিল থেকে সাহায্য করার কথা জানান সাবিত্রির পরিবারকে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102