উদ্বোধনকালে অনুজা বলেন,খেলাধুলা একটি শারীরিক ব্যায়াম যা শরীর ও মন উভয়ই ভালো রাখে। কালীগঞ্জের মোস্তাফিজুর রহমান, জাতীয় দলের নারী ফুটবলার এবং অন্যান্য জাতীয় পর্যায়ের অনেক খ্যাতনামা খেলোয়াড়ের কথা স্মরণ করেন। তিনি খেলাধুলার মান বৃদ্ধিতে যা যা করণীয় সবকিছু করার জন্য আশাবাদ ব্যক্ত করেন।
পূর্বেই কালীগঞ্জ উপজেলার স্কুল এবং মাদ্রাসা গুলো দুটি উপজোনে ভাগ করে বিভক্ত করা হয়। প্রথম জনের খেলা কাটার মাস্টার মুস্তাফিজের স্কুল বিটিজিয়ার মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত হচ্ছে এবং দ্বিতীয় জোন হিসাবে দক্ষিণ শ্রীপুরের কুশুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠকে নির্বাচিত করা হয়। কুশলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে মাদ্রাসা এবং স্কুল মিলিয়ে ষোলটি দল একে অপরের মুখোমুখি হবে।