মোঃ আরমান হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ প্রতিটি দেশের প্রধান শহরগুলোতে অন্যসব কিছুর সঙ্গে যে বিষয়টি সমানতালে চলে সেটি হচ্ছে খাবার আর খাবারের দোকান। মানুষ সাধারণত খেতে খুব ভালবাসে। আর তা যদি হয় মুখরোচক আর টেস্টি তবে এতে আসবে একধরনের নেশা। যার টানে মানুষ ক্যাফে এন্ড বারবিকিউমুখী হয়। মুখরোচক আর স্বাদে ভরা বিভিন্ন ধরনের খাবার নিয়ে যাত্রা শুরু হলো দিনাজপুর স্টেশন ক্লাব পরিচালিত মনোলোভা ক্যাফে এন্ড বারবিকিউ।
৯ ডিসেম্বর বুধবার বিকেল ৩ টায় দিনাজপুর বড় ময়দানস্থ স্টেশন ক্লাব পরিচালিত মনোলোভা ক্যাফে এন্ড বারবিকিউ-এর ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও স্টেশন ক্লাবের সভাপতি মো. মাহমুদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন স্টেশন ক্লাবের সাধারণ সম্পাদক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি সুজা-উর-রব চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, পরিচালক মো. শামীম কবীর, মনোলোভা ক্যাফে এন্ড বারবিকিউ-এর পরিচালক সৈয়দ মমতাজুল ইসলাম মনতা প্রমুখ।