মোঃরুবেল বানারীপাড়া (সংবাদদাতা)//বানারীপাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে শীতবস্র বিতরণ করা হয় বানারীপাড়া উপজেলার-উপজেলা সদর এবং ৩ নং সৈয়দকাঠী ইউনিয়ন এর নলশ্রী, দিদিহার, তালাপ্রসাদ, আউয়ার, গ্রামে শীত বস্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বানারীপাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সিনিয়ার সদস্য ১.আব্দুল হাই (আবদুল্লাহ) ২.মো:রুবেল বেপারী ৩.মেহেদী আল মামুন ৪. কাওছার বালী ৫.মো:পারভেজ হাসান।
সদস্য :৬. আরিফুল ইসলাম তুহিন ৭.আলামিন ৮.আরিফুল ইসলাম সাগর ৯.সিরাজ ১০.রাজু ১১.জিহাদ ১২.তরিকুল ইসলাম ১৩.মিজানুর রহমান বালী ১৪.শাওন ১৫.মেহেদী আল মামুন১৬.ইমাম মোস্তফা প্রমুখ।