৫ই আগষ্ট বিকাল ৪ ঘটিকায় গুইমারা উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আনন্দ, বিজয় র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এছাড়াও গতকাল ৪আগষ্ট, গণভ্যূত্থানে নিহতদের স্মরনে ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।
বিজয় র্যালী ও আলোচনা সভায় গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো: ইউচুপ, সাধারন সম্পাদক মাহবুব আলী, সহ সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, বিগত সময়ে স্বৈরাচারী সরকার সাধারন মানুষ থেকে শুরু করে সবারই কন্ঠরোধ করে রেখেছিলো। গণঅভ্যুত্থানে ছাত্র জনতা ও সাধারণ জনতার তাজা রক্তের বিনিময়ে দেশবাসী আজ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছে। তাই সকলকেই যে কোন শোষক সরকারের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।