শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ অপরাহ্ন

মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নানা অপকর্ম করে এসেছে : যশোর জেলা প্রশাসক

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে এক শ্রেণির মানুষ মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নানা অপকর্ম করে এসেছে বলে মন্তব্য করেছেন যশোর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। তিনি বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধারা তাদের যথাযথ মর্যাদা ও মূল্যায়ন পাইনি।

গতকাল সোমবার (৪ আগস্ট) দুপুরের সময় যশোর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় তিনি এইসব কথা বলেন। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত সভাটির আয়োজন করে যশোর জেলা ইউনিট কমান্ড।
যশোর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছে থাকবে। বাংলাদেশ যখনই কোনো সংকটে পড়বে, তখনই এই মুক্তিযোদ্ধারাই জাতিকে পথ দেখাবেন। তবে কোনো একটি বিশেষ গোষ্ঠীর ব্যানারে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ব্যবহার করা যাবে না ।

তিনি বলেন, মুক্তিযুদ্ধকে আর বিকৃত করার সুযোগ নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে আগামীর বাংলাদেশ গড়তে হবে, যেখানে প্রতিটি মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে সম্মান ও মূল্যায়ন পাবেন।

এই পরিচিতি সভায় মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ১৯৭১ সালে যেমন তারা দেশের জন্য যুদ্ধ করেছেন, ভবিষ্যতেও দেশের যে  কোনো সংকটে তাঁরা সোচ্চার থাকবেন।

সভায় নব গঠিত কমিটির আহ্বায়ক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের সভাপতিত্বে  বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা রবিউল আলম, সাবেক জেলা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মুজাহারুল ইসলাম মন্টু, নবগঠিত কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, দৈনিক কল্যাণ এর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, সাবেক সদর উপজেলা ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দুদুল সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের সাবেক কমান্ডার বৃন্দ এবং নবগঠিত কমিটির সদস্য গন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102