শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন

বঙ্গোপসাগর থেকে ভারতীয় ফিসিং ট্রলারসহ ১৪ জেলে আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এসময় একটি ভারতীয় ফিশিং ট্রলার জব্দ করা হয়েছে।

শনিবার (২ আগস্টদিনগত রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে তাদের আটক করে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধ জাহাজ বানৌজা বিষখালী।

সমুদ্র থেকে আটক ‘এফবি পারমিতা’ নামক ভারতীয় ফিসিং ট্রলারটি নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ রবিবার (৩ আগস্টবিকেল ৪টায় মোংলা বন্দরের দিগরাজে নৌ ঘাঁটিতে নিয়ে এসেছে।

ভারতীয় ট্রলারে থাকা ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হবে। এছাড়া ওই ট্রলারসহ জেলেদের রাতে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হবে।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজাহিদুল ইসলাম বলেনআটক জেলেদের বাড়ি দক্ষিণচব্বিশ পরগোনা জেলার কাকদিপের বিভিন্ন এলাকায়।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোআনিসুর রহমান বলেনসমুদ্রসীমা আইন লঙ্ঘন করে বেআইনিভাবে এদেশের জলসীমায় মাছ শিকারের দায়ে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। এরপর সোমবার (৪ আগস্টসকালে তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্যগত ১৪ জুলাই একই এলাকা থেকে এফবি ঝড় ও এফবি মঙ্গল চন্ডি‘ নামক দুইটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলে আটক করেছিল নৌবাহিনী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102