শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

ভুয়া কমিটির নাম দিয়ে এতিমখানার সরকারী অনুদান ও অর্থ আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন বসুগাঁও এলাকায় ভূয়া কমিটির নামে এতিমখানার অর্থ আত্মসাৎ এর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে পাঠানবাড়ী কাসিমুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মসজিদ পরিচালনা কমিটি।

সোমবার সকাল (০৩রা আগস্ট ২০২৫ ইং) এতিমখানা প্রাঙ্গণে উক্ত সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মসজিদ ও এতিমখানার মোতাওয়াল্লী হাফেজ আহাম্মেদ পাঠান বলেন, আমরা জমিদাতা মূল কমিটির দায়িত্ব পালন করার সময়ে কিছু দুষ্কৃতিকারী ও স্বার্থলোভী এতিমখানার নামে ভূয়া কমিটি করে সরকারি অনুদানের ১ টন চাল আত্মসাৎ করে। পরে সেই চাল বিক্রি করে অর্থ আত্মসাৎ করে। এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসক বরাবর এতিম খানা কমিটির সভাপতি জামীর আলি খান একটি লিখিত অভিযোগ দেন। তদন্ত কমিটির চাপের মুখে পরবর্তীতে ভূয়া কমিটির দুষ্কৃতিকারী ও স্বার্থলোভীরা আত্মসাতের টাকা ফেরত দেয়।

এছাড়াও উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ভূয়া কমিটির বিরুদ্ধে সংবাদ প্রচার করায় ভূয়া কমিটির সদস্যদের দ্বারা সাংবাদিক জুয়েল পাঠানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা জ্ঞাপন করেন মসজিদ কমিটির সভাপতি ও মোতাওয়াল্লী।

সেই সাথে ভূয়া কমিটির মূল হোতা মাসুম পাঠান, সুজনপাঠান, আতাউর পাঠানসহ সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102