এ সময় মোংলা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে পুরো কর্মসূচি পরিচালিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীম বলেন, “একটি জনবিচ্ছিন্ন সরকারকে টিকিয়ে রাখতে যারা নির্বাচনী ব্যবস্থাকে কবর দিতে চায়, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত তারই প্রমাণ।
তিনি আরও বলেন, “এই আসনের জনগণ নদীভাঙন, জলাবদ্ধতা, শিল্প দূষণের মতো নানা সমস্যায় জর্জরিত। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত দলীয় নয়, এটি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আমরা এই ষড়যন্ত্র রুখবই।”
সমাবেশে বিএনপি নেতা মোঃ এমরান হোসেন বলেন, “জনগণের ভোটে নির্বাচিত না তাই সরকার জনগণের ভয় করে। তাই তারা আসন কেটে রাজনৈতিক অধিকার কেড়ে নিতে চায়।”
এছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও সমাবেশে বক্তব্য রাখেন, বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা