রামপাল ৪নং সদর ইউনিয়নে সভাপতি পদে শেখ হিরক মনি ২৬৫ ভোট পেয়ে ছাতা প্রতিক নিয়ে তিনি বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি চেয়ার প্রতিকে প্রার্থী আকবর হোসেন পেয়েছেন ১৮৯ ভোট। সাধারন সম্পাদক পদে শেখ সোহেল হোসেন ২৫০ ভোট পেয়ে মটরসাইকেল প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মশিউর রহমান সুমন আনারস প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ২০৪ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে ২৬৩ ভোট পেয়ে মাছ প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন শেখ জিল্লু রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী রাকিবুল ইসলাম তালা প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ১৯৫ ভোট।
নির্বাচনী ফলাফল ঘোষনা করেন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও বাগেরহাট-৩ নির্বাচনী এলাকার প্রধান নির্বাচন সমন্বয়ক শেখ কামরুল ইসলাম গোরা । তাঁকে সহযোগীতা করেন রামপাল উপজেলা বিএনপি’র ।
নির্বাচনী ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।