চট্টগ্রামের আনোয়ারারার রায়পুর পরুয়াপাড়া বঙ্গোপসাগর থেকে ভেসে এসেছে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের লাশ।বুধবার (৩০ জুলাই) দুপর ১২টার সময় উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া এলাকার বালুচরে লাশটি দেখতে পাওয়া যায়।
বার আউলিয়া ঘাট নৌ-পুলিশের ইনচার্জ কায়সার হামিদ জানান, রায়পুর এলাকায় বঙ্গপোসাগরে একটি লাশ ভেসে আসার খবর পেয়ে যুবকের লাশ উদ্ধার করেছি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে তীরবর্তী পরুয়াপাড়া গ্রামের বালুচরে দুপুর ১২টার সময় একটি অজ্ঞাতনামা লাশ স্থানীয়রা দেখতে পায়। মরদেহের পরনে ছিল শুধু ট্রাউজার প্যান্ট। মরদেহটির আনুমানিক বয়স ২৫ বছর। জোয়ারের পানিতে ভেসে বালুচরে উঠে আসলে ভাটা হলে লাশটি কুলে আটকা পড়ে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন, জানান লাশের পরিচয় এখানো শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।