মোঃ আরমান হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ আন্তর্জাতিক অর্থোপেডিক সংস্থা “ইন্টারন্যাশনাল সোসাইটি অব অর্থোপেডিক সার্জারি অ্যান্ড ট্রমালোজি এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় অধ্যাপক ডা. এম আমজাদ হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শনিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আমেনা বাকী রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে এই সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়।
ডাঃ আমজাদ হোসেন জেলার চিরিরবন্দর উপজেলার আমেনা-বাকী (এবি) ফাউন্ডেশনের চেয়ারম্যান। সম্প্রতি তিনি আন্তর্জাতিক অর্থোপেডিক সংস্থা “ইন্টারন্যাশনাল সোসাইটি অব অর্থোপেডিক সার্জারি অ্যান্ড ট্রমালোজি এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।
চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুবুর রহমান শাহের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ সৈয়দ নাদির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সৈয়দ নাদির হোসেন বলেন, ডাঃ আমজাদ হোসেন শুধুমাত্র দিনাজপুর জেলা কিংবা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন না, তিনি গোটা বিশ্বের প্রতিনিধিত্ব করছেন। তিনি আন্তর্জাতিক অর্থোপেডিক সংস্থার এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হবেন তা বাংলাদেশের সকলের জন্য গর্বের বিষয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক প্রফেসর হারিসুর রহমান হিরু, বর্ষীয়ান নেতা আবুল হোসেন শাহ, এবি ফাউন্ডেশনের সহ-সভাপতি আইজার রহমান শাহ, আজাহার আলী দুলাল, সাবেক ইউপি চেয়ারম্যান মনমোহন রায়, বিশিষ্ট সমাজসেবী মকবুল হোসেন, এবি ফাউন্ডেশনের সদস্য আব্দুল মতিন সরকার।
এএসবিডি/আরএইচএস