সোমবার (২১ জুলাই) হরিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসের আয়োজনে দুপুর ১২ টায় পরিষদের হল রুমে মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম মঞ্চ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিহয়। এতে বক্তব্য রখেন, এসইডিপির সহ-কারী পরিচালক সাদেক আহম্মেদ খান, জেলা শিক্ষা অপিসার শাহীন আকতার,দামন আইডিয়াল কলেজের অধ্যক্ষ আবু সালেহ চৌধুরী প্রমুখ। আলোচনা শেষে ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলেদেন এসইডিপির সহকারী পরিচালক সাদেক আহম্মেদ খান। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম । পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি, প্রধান শিক্ষক/অধ্যক্ষ, ছাত্র-ছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক সহ শিক্ষা অফিসের সকল অফিসারগণ উপস্থিত ছিলেন।