২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশ উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে বাংলাদেশ থেকে রপ্তানি বেড়েছে ২১.৬০ শতাংশ, যা দাঁড়িয়েছে ৩.৫৩ বিলিয়ন মার্কিন ডলার। অথচ একই সময়ে যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক আমদানি বেড়েছে মাত্র ৭.০৬ শতাংশ।
প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের এই অগ্রগতি বিশেষভাবে চোখে পড়ার মতো। চীন থেকে রপ্তানি কমেছে ১০.০২ শতাংশ, আর ভিয়েতনাম, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া যথাক্রমে ১৬.৩৩, ১৬.৯৬, ২১.৫৮, ১৩.৫৫ ও ১৭.৬৫ শতাংশ প্রবৃদ্ধি দেখিয়েছে।
তবে ইউনিট মূল্যের ক্ষেত্রে বাংলাদেশ কিছুটা পিছিয়ে। বাড়লেও তা মাত্র ০.৪৭ শতাংশ। অন্যদিকে, ভিয়েতনাম ইউনিট মূল্যে ৩.৪৭ শতাংশ এগিয়েছে।
বিজিএমইএ’র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, “দামে স্থবিরতা আমাদের জন্য সতর্কবার্তা। শুধু পরিমাণ নয়, মান ও মূল্য সংযোজনেও মনোযোগী হতে হবে।”
স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এসএম খালেদ বলেন, “বাংলাদেশ এখন অ্যাক্টিভওয়্যার ও স্পোর্টসওয়্যারেও দক্ষ। তবে প্রযুক্তিগত বিনিয়োগ ও শ্রমিক প্রশিক্ষণ বাড়ানো ছাড়া দীর্ঘমেয়াদে এগিয়ে থাকা যাবে না।”