বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আওয়ামী লীগ যে অন্যায়, অবিচার ও দুর্নীতি করেছে, তাদের পক্ষে ‘আ’ লিখতেও ১০ বছর সময় লাগবে। তিনি বলেন, যারা দেশ লুট করেছে, জনগণ তাদের আর ভোট দেবে না।
শনিবার (১৯ জুলাই) কিশোরগঞ্জের ইটনায় উপজেলা কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, “মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপস নেই। জামায়াত যুদ্ধ অস্বীকার করে, এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমি নিজে মুক্তিযোদ্ধা, ৭১-এ কমান্ডার ছিলাম। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও ছিলেন বীর মুক্তিযোদ্ধা।”
তিনি মুক্তিযুদ্ধের পক্ষে সব শক্তিকে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “জামায়াত-শিবির ও রাজাকারদের থেকে দেশবাসীকে সাবধান থাকতে হবে। এখনো প্রয়োজন হলে যুদ্ধ হবে, কারণ স্বাধীনতা কোনো দিন বিসর্জন দেব না।”
তিনি অভিযোগ করেন, জামায়াত-শিবির এখনো বলে দেশে মুক্তিযুদ্ধ হয়নি, যা শহীদদের রক্তের সাথে বেইমানি। “আমি কি চুপ করে থাকব? ছাইড়া দিলে তা হবে শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”
তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “জামায়াত-শিবির যেসব বাজে স্লোগান দিয়েছে, তা আওয়ামী লীগও দেয়নি। ওদের সময়মতো জবাব দেওয়া হবে।”
সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাবিবুল হান্নান।