রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

দেশের এক ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখব না : জামায়াত আমির

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারো কাছে বন্ধক রাখব না। যেভাবে জুলাই আন্দোলনে আবু সাঈদরা বুক পেতে দিয়েছিলেন, আমরাও সেই সাহস দেখাতে প্রস্তুত। তিনি আরও বলেন, ‘জীবন যাবে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না।’

শনিবার (২৪ জানুয়ারি) সকালে রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে এই মন্তব্য করেন জামায়াতের আমির। এ সময় তিনি শহীদ আবু সাঈদের পরিবারসহ বাবা-মা ও অন্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

শহীদ আবু সাঈদের হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি করে জামায়াত আমির বলেন, ‘আমরা আপনার সন্তানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করব। আবু সাঈদরা জীবন দিয়ে দেশের আমানত আমাদের কাছে রেখে গেছেন। আমরা সেই আমানত রক্ষা করব।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘তাদের প্রত্যাশা ছিল একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন এবং স্বাধীন ইনসাফের বাংলাদেশ। আমাদের নিজস্ব কোনো স্বপ্ন নেই; তাদের স্বপ্নই আমাদের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে আমরা কাজ চালিয়ে যাব।’

জামায়াতের আমির বলেন, ‘কঠিন সংকটের সময়েও আমরা আপনাদের ছেড়ে যাইনি, পালাইনি। ভবিষ্যতেও কখনো পালাব না। পরিস্থিতি যাই হোক, আমরা সর্বদা আপনাদের সঙ্গে থাকব।’

প্রসঙ্গত, শনিবার সকালে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ডা. শফিকুর রহমানের নির্বাচনি সফরের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।

তার পরের সময়সূচি অনুযায়ী সকাল ১০টায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নির্বাচনি জনসভায় অংশ নেবেন। এরপর বগুড়া শহরে দুপুর ১২টায়, বগুড়ার শেরপুর উপজেলায় দুপুর ২টা ৩০ মিনিটে জনসভায় অংশগ্রহণ করবেন। বগুড়ার জনসভা শেষ করে তিনি সিরাজগঞ্জ শহরে বিকেল ৩টা ৩০ মিনিটে এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিকেল ৪টায় নির্ধারিত জনসভায় যোগ দেবেন। দিনের শেষ পর্বে পাবনা জেলায় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একটি সমাবেশে অংশ নিয়ে নির্বাচনি প্রচারের দ্বিতীয় দিনের কার্যক্রম শেষ করবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102