রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

ববি হাজ্জাজের পক্ষে গণসংযোগ করলেন সহধর্মিণী রাশনা ইমাম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

বিএনপি মনোনীত ঢাকা-১৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব ববি হাজ্জাজের পক্ষে গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন তার সহধর্মিণী, বিশিষ্ট সিনিয়র আইনজীবী রাশনা ইমাম। শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচনি প্রচারকালে তার সঙ্গে একাধিক অভিজ্ঞ আইনজীবী ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে সিনিয়র আইনজীবী রাশনা ইমাম রাজধানীর শ্যামলী এলাকার ১, ২ ও ৩ নম্বর সড়কে সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের ভোটাধিকার, নারী অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, জনাব ববি হাজ্জাজ একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব, যিনি নির্বাচিত হলে ঢাকা-১৩ আসনের উন্নয়ন ও নাগরিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। গণসংযোগকালে এলাকাবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া ও সমর্থন পাওয়া যায়।

এ সময় উপস্থিত আইনজীবী নেতৃবৃন্দও জনগণের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান। গণসংযোগ কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102