রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

জুলাই শহীদ দিবসে চট্টগ্রাম প্রেস ক্লাবে দোয়া মাহফিল

এম. ইউছুফ, চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

চট্টগ্রাম প্রেস ক্লাবে চব্বিশের জুলাই বিপ্লবে নিহত সকল শহীদদের স্মরণে কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব শৃঙ্খলা ও ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক প্রবীণ সাংবাদিক মঈনদ্দীন কাদেরী শওকত।

বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় ক্লাবের ভিআইপি লাউঞ্চে গণ-অভ্যুত্থানে শহীদ সাহসী সন্তানদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, সদস্য গোলাম মওলা মুরাদ, মিয়া মোহাম্মদ আরিফ, শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম শিল্পী, হাসান মুকুল, সাইফুল আলম সিদ্দিকী, নিজাম উদ্দীন, মোহাম্মাদ তোহা, কামরুল হুদা, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, কামাল পারভেজ, সাঈফী আনোয়ারুল আজীম, নজরুল ইসলাম, ইসমাইল ইমন, মোহাম্মদ আজাদ, বজলুল হক, তৌহিদুল ইসলাম।

প্রেস ক্লাবের সিনিয়র সদস্য শাহনেওয়াজ রিটনের পরিচালনায় দোয়া মাহফিলে গণ-অভ্যুত্থানে জীবন উসর্গকারী শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরামসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতিসহ প্রেস ক্লাবের সকল অসুস্থ সদস্যদের রোগমুক্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102