রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

যশোরে ৮ টি স্বর্ণের বারসহ বেনাপোলের দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
যশোরে ১ কেজি ৯৭০ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। (১৫ই জুলাই মঙ্গলবার) যশোর ব্যাটালিয়ন (৪৯) বিজিবির একএকটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি মডেল থানাধীন তারাগঞ্জ বাসস্ট্যান্ডের রাস্তার ওপর থেকে তাদের আটক করেছে। আটক কৃত দুই জনের বাড়ি বেনাপোল পোর্ট থানা ধীন ঘিবা সীমান্তো এলাকার গ্রামে ।

আটকরা হলেন যশোর জেলার বেনাপোল পোট  থানাধীন ঘিবা দক্ষিণ পাড়ার ইসমাইল হোসেনের ছেলে আবু সাঈদ (২৭) এবং একই গ্রামের শাহজাহান আলীর ছেলে মহিনুর রহমান।

এ সময়ে তাদের প্যান্টের পকেটে ও মানিব্যাগের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ১ কেজি ৯৭০ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার সহ আটক করা হয়।ও ৩টি মোবাইল ও  জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকা থেকে যশোর-বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো বেনাপোলে ঘিবা সীমান্তে নিয়ে যাচ্ছিল তারা।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকা থেকে বেনাপোলের ঘিবা সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বার গুলো নিয়ে যাচ্ছে তারা। ঢাকার সদরঘাট এলাকা থেকে তারা চোরাকারবারীদের নিকট থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে সীমান্ত পর্যন্ত বহন করছিল। এছাড়া সীমান্তের কারা এই স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত এবং কীভাবে ভারতে পাচার হয় সেই ব্যাপারে তথ্য সংগ্রহ করেছেন বিজিবি।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটক স্বর্ণগুলো যশোরের বেনাপোলের ঘিবা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণসহ দুই আসামিকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে আগে কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102