শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু, নতুন সনাক্ত ৩৩০

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গু। সবশেষ রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩০ জন।

সোমবার (১৪ জুলাইস্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছেহাসপাতালে নতুন ভর্তি হয়েছেন এমন রোগী বরিশাল বিভাগে ৮৬ জনচট্টগ্রাম বিভাগে ৫৪ জনঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে৪৮ জনঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি৪৪ জনঢাকা উত্তর সিটিতে (ডিএনসিসি২৭ জনখুলনা বিভাগে ২৭ জনরাজশাহী বিভাগে ৩৮ময়মনসিংহ বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে রয়েছেন ৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছেচলতি বছর ১৪ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত দেশে মোট ১৫ হাজার ২১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।

প্রসঙ্গত২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102