রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে বনজ,ফলজ ও ঔষধী গাছ বিতরণ করেছেন কৃষিবিদ শামীম

মোঃ মাসুম শেখ,(রামপাল,মোংলা)প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
বাগেরহাট রামপালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান’র শিক্ষার্থী, গরিব কৃষক ও বিধবা, দুস্থ মহিলাদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা, মাছের পোনা, উন্নতমানের বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এর আয়োজনে এবং কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম এর সার্বিক সহযোগীতা ও তত্ত্বাবধানে সোমবার (১৪ জুলাই) সকালে রামপালের সুন্দরবন মহিলা কলেজ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান দিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) খুলনার প্রধান কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, রামপাল থানার ওসি (তদন্ত) মোঃ মোতালেব হোসেন এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বিএনপির কেন্দ্রীয় এ নেতা বলেন, দুঃখি, দারিদ্র, অসহায়, কৃষক দের পাশে থাকার জন্য এ উদ্দোগ গ্রহন করা হয়েছে। পর্যায়ক্রমে প্রত্তেক ইউনিয়ের মানুষ কে সাবলম্বী
করতে আরো পদক্ষেপ নেয়া হবে। এ ছাড়াও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বৃত্তি প্রকল্পের আওতায় ১ শো মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছি। আগামীতে ও এ ধারা অব্যাহত থাকবে।
বিএনপির নেতা শামীমুর রহমান আরো বলেন, রামপাল মোংলা কে সমৃদ্ধ জনপদ হিসাবে গড়ে তুলতে চাই, এই জনপদে কোন সন্ত্রাসের ঠাঁই হবে না। সব সম্প্রদায়ের মানুষদের ঔক্যবদ্ধ থাকতে হবে। একি সাথে সমাজিক ন্যায় বিচার প্রতিষ্টা করতে হবে।
পরে গরিব কৃষক ও বিধবা, দুস্থ মহিলাদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা, মাছের পোনা, উন্নতমানের বীজ ও নগদ অর্থ বিতরণ সহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সকল কর্যক্রমে স্থানীয় বিএনপির নেতাকর্মী সহ
শিক্ষক, শিক্ষার্থী, সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102