শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন

করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।

রোববার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া ব্যক্তি একজন পুরুষ; বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। তিনি চট্টগ্রাম বিভাগের বাসিন্দা এবং সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৬ জনের।

চলতি বছর (২০২৫ সালে) করোনাভাইরাসে মোট ২৭ জন মারা গেছেন, আর এই বছর এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৬৭৫ জন।

মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২২০ জনে।

গত ২৪ ঘণ্টায় মোট ২১৮টি নমুনা পরীক্ষা করা হলেও কোনো নতুন করোনা রোগী শনাক্ত হয়নি। এতে শনাক্ত হার শূন্য শতাংশে নেমে এসেছে।

করোনাভাইরাসের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে এলেও স্বাস্থ্য অধিদপ্তর এখনও সকল নাগরিককে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানিয়েছে। বিশেষ করে বয়স্ক এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102