রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

দেশব্যাপী হত্যাকাণ্ড, সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

এম. ইউছুফ, চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

সারাদেশব্যাপী হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে, খুনীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি দাবি জানিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার দাবিতে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সদরঘাট থানা জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল সারা দেশব্যাপী চাঁদাবাজি, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সদরঘাট থানার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সদরঘাট থানা জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ আব্দুল গফুরের সভাপতিত্বে বিকালে সদরঘাট পশ্চিম মাদারবাড়ি পাম্প মসজিদ সংলগ্ন এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কদমতলী মোড়ে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদরঘাট জামায়াতের সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজী, এসিস্ট্যান্ট সেক্রেটারি ফজলে এলাহী শাহিন ও কবির আহমদ, জামায়াত নেতা হারুনুর রশিদ দিদার, মনসুর আহমদ ও শ্রমিক কল্যাণ ফেডারেশন সদরঘাট থানা সভাপতি আব্বাস উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, খুন সন্ত্রাস ও চাঁদাবাজীর কারণে অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে দেশের জনগণ পতন ঘটিয়েছে, নতুন করে কেউ আবার স্বৈরাচার হয়ে ওঠলে জনগণ বরদাশত করবে না। নেতৃবৃন্দ সকলকে নৃশংস ও বর্বরোচিত হত্যা, ধর্ষণ এবং চাঁদাবাজী দখলবাজীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
তারা প্রশাসনের প্রতি খুনী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ও দাবি জানান।

কোতোয়ালী জামায়াতের সমাবেশ ও মিছিল
আন্দরকিল্লা শাহী জামে মসজিদ উত্তর গেইট কোতোয়ালী থানা জামায়াতের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। কোতেয়ালী থানা আমীর ও চট্টগ্রাম মহানগরী কর্মপরিষদ সদস্য আমির হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক,শিক্ষানুরাগী ও চট্টগ্রাম মহানগরী সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম -৯ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এ. কে এম ফজলুল হক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী মজলিশে শূরা সদস্য ও কোতোয়ালী থানা নায়েবে আমির অধ্যাপক আবদুজ জাহের, চট্টগ্রাম মহানগরী মজলিশে শূরা সদস্য ও কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমেদ, কোতোয়ালী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ হামীদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির কোতোয়ালী উত্তর থানা সভাপতি মিনহাজ উদ্দীন, শিবির কোতেয়ালী দক্ষিণ থানা সভাপতি আবরার হোসাইন এবং কোতোয়ালী থানা কর্মপরিষদ সদস্যগণ, ওয়ার্ড আমীর ও সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের সাধারণ জনতা সমাবেশ ও মিছিলে যোগদান করেন।

মিছিল আন্দরকিল্লা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালখান মোড়ে শেষ হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102