শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

চব্বিশের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি : সারজিস আলম

মোঃ তরিকুল মোল্লা, (ফকিরহাট,বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজার এলাকায় শনিবার বিকেলে নাগরিক পার্টি আয়োজিত পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, চব্বিশের অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা নিয়ে তাঁরা রাজপথে নেমেছিলেন, সেই আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি।

তিনি আরো বলেন, ‘চাঁদাবাজদের উৎপাত এখনো কমে নাই, খুনখারাবি শুরু হয়েছে। পাথর দিয়ে থেঁতলে মারার মতো আইয়ামে জাহেলিয়া শুরু হয়েছে। সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে। আমরা স্পষ্ট করে আপনাদের বলি, আমাদের লড়াই অব্যাহত আছে এবং এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে।’

পথসভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে। কিন্তু তার সিস্টেম রয়ে গেছে। চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। রামপালে এখনো ঘের দখল চলে। কোথাকার কোন পালিয়ে থাকা নেতারা ঘেরের দখল নিতে চায়।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে যদি কেউ ঘের দখল, চাঁদাবাজি, ছিনতাই, কমিশনের রাজনীতি করতে চায়, বাংলাদেশের মানুষ যেভাবে হাসিনাকে বিদায় করেছে, সেভাবে তাদেরও বিদায় করবে। রামপালে কয়লাবিদ্যুতের নামে মানুষদের জলবায়ু সংকটে ফেলা হয়েছে। মোংলা বন্দর নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। সামনের বাংলাদেশে যেন কোনো গুম-খুন না হয়, সে জন্য সব ক্ষেত্রে সংস্কার দরকার। একটি দল মনে করে শুধু নির্বাচন হলেই সব সংস্কার হয়ে যাবে। হাসিনাও তা–ই মনে করত। প্রতিষ্ঠানগুলোতে যদি সংস্কার করা না হয়, পুলিশকে যদি নিরপেক্ষ না করা যায়, শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্র সম্ভব নয়। সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102