নড়াইলের কালিয়া উপজেলার কুলশুর গ্রামে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে জিল্লুর রহমান সরদার (৫৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জিল্লুর কালিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান সরদারের চাচাতো ভাই এবং আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুলশুর গ্রামের শহীদ এখলাছ উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাবুপুর ও কুলশুর গ্রামের মধ্যে ফুটবল খেলার সময় দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষের জেরে বাবুপুরের সমর্থকরা মুজিবুর রহমান সরদারের বাড়িতে হামলা চালায়। জিল্লুর রহমান হামলাকারীদের ঠেকাতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে ফেলা হয় এবং এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।