জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “যেমন করে শেখ হাসিনা দেশ চালিয়েছেন, তেমন করে আবার যদি কেউ দেশ চালায়, তাহলে চব্বিশের আন্দোলনে শহীদ ভাইদের রক্ত বৃথা যাবে।”
বুধবার (৯ জুলাই) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর শহরের আলতাইবা মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় তিনি বলেন, “বিবিসি রিপোর্টে দেখা গেছে, শেখ হাসিনা সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন। যিনি বাংলাদেশিদের হত্যার নির্দেশ দিয়েছেন, তাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে। মোদি সরকারকে ইতিহাসের কাছে দায় নিতে হবে। আমরা আহ্বান জানাই— যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে হস্তান্তর করুন।”
তিনি আরও বলেন, “পঞ্চাশ বছর ধরে চলে আসা সংবিধান মানুষের মৌলিক অধিকারের কথা বলে না। আমরা চাই নতুন সংবিধান—যেখানে খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ও চিকিৎসার অধিকার লেখা থাকবে। এনসিপি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে চায়।”
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সার্জিস আলম, যুগ্ম সদস্য সচিব মোল্লা মো. ফারুক এহসান, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং ডা. তাসনিম জারা।