ইউ এইস সুমা দুমকি পটুয়াখালী
ভিটি ঘড় নেই প্রকল্পের আওতায় পটুয়াখালীর দুমকিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত আধাপাকা ঘড় পেল ৩ শত গৃহহীন পরিবার। ১৭ নভেম্বর সকাল ১০ টায় আংগারিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জলিশা গ্রামের স্বামী পরিত্যক্তা মোসাঃ লুৎফুরনেছা বেগমের নামে বরাদ্দকৃত নির্মানাধীন ভবনের উদ্বোধনের মধ্য দিয়ে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম।
এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ফরিদা ইয়াসমিন, আংগারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সুলতান আহমেদ হাওলাদার, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম সালাম সহ স্থানিয় গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়াকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে
তার কার্যালয় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুমকি প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি মোঃ নাঈম হোসেন, চেয়ারম্যান দের পক্ষে আমিনুল ইসলাম সালাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ আল মামুন প্রমুখ।
উল্লেখ্য যে প্রকল্প-২ এর আওতায় ভিটি আছে, ঘড় নেই প্রকল্পের প্রথম ধাপে এ উপজেলায় ৩শ’ অস্বচ্ছ গৃহহীন পরিবারকে সরকারি বরাদ্দের পাকা ঘড় প্রধান করা হয়েছে দুই কক্ষবিশিষ্ট আধাপাকা টিন সেটের প্রতিটি ঘড় নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা।
এএসবিডি/এমএমএ