কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯৮তম ঈদুল আজহার জামাত। দেশের অন্যতম বৃহৎ এই ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল ৯টায়। জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।
জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মেটাল ডিটেক্টর, আর্চওয়ে ও সাদা পোশাকধারী পুলিশসহ থাকছে র্যাব, স্নাইপার, ও পেট্রল কার। মুসল্লিদের জন্য রয়েছে সুপেয় পানি, অজু, ওয়াশরুম ও মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা।
ঈদগাহে প্রবেশের আগে রেওয়াজ অনুযায়ী শটগানের ছয়টি ফাঁকা গুলি ছোড়া হবে। মুসল্লিদের যাতায়াতে সুবিধার্থে চলবে বিশেষ ট্রেন। প্রশাসন জানিয়েছে, শান্তিপূর্ণ ও নিরাপদ ঈদ জামাত নিশ্চিত করতেই সব প্রস্তুতি সম্পন্ন।