শেরপুরের শ্রীবরদী উপজেলার মোবারকপুর এলাকায় তেলবাহী লরির চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার (৪ জুন) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর শহর থেকে আসা একটি তেলবাহী লরি বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং গুরুতর আহত অবস্থায় আরও একজনকে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মারা যাওয়া আহত যাত্রীর নাম গোলাম হোসেন ইমরান (২২)। তিনি শেরপুর সদর উপজেলার যোগিনীমোড়া এলাকার বাসিন্দা এবং পেশায় রং মিস্ত্রি ছিলেন।
শেরপুর সদর থানার এসআই আয়নাল হক জানান, এখনো ঘটনাস্থলে আছি, বাকি মরদেহ শনাক্তের চেষ্টা চলছে।