রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

শহীদ আলিফ -এর কবর জিয়ারত করলেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ

বাকি বিল্লাহ শেখ,শরণখোলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (২০২৪) শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনে মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।
জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম। সদর উপজেলা জামাতের আমির ডাঃ মাওঃ ফেরদাউস আলি ও সদর উপজেলা সেক্রেটারি মাওঃ লিয়াকত আলী। এ ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
জিয়ারতের সময় উপস্থিত নেতৃবৃন্দ শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
শেখ মনজুরুল হক রাহাদ, বলেন,
বৈষম্যের প্রতিবাদ করতে গিয়েই আলিফ শহীদ হন। তাঁর ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
আমরা শহীদদের আদর্শকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও ইসলামী মূল্যবোধসম্পন্ন সমাজ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।
জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মীরা কবরস্থান এলাকায় কিছুক্ষণ অবস্থান করেন এবং শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102