শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ অপরাহ্ন

ব্যাংক খাতের ঝুঁকি কমাতে নতুন সুপারভিশন পদ্ধতি চালুর ঘোষণা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

বাংলাদেশের ব্যাংক খাতকে আরো স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় আনতে সুপারভিশন কাঠামোয় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি ও কার্যকর পর্যবেক্ষণ নিশ্চিত করতে রিস্ক বেইজড সুপারভিশন (আরবিএস) পদ্ধতি প্রবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে দেশের সব তফসিলি ব্যাংকে এ পদ্ধতি কার্যকর হবে।

সোমবার (৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান গভর্নর আহসান এইচ মনসুর।

তিনি বলেন, আরবিএস বাস্তবায়নে এরই মধ্যে ২০টি ব্যাংকের সঙ্গে আমাদের পরীক্ষামূলক কার্যক্রম শেষ হয়েছে। আগামী ৬ মাসের মধ্যেই বাকি ব্যাংকগুলোও এ পদ্ধতির আওতায় চলে আসবে। মোটাদাগে ৫টি বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হয়েছে আরবিএস পদ্ধতিতে। এগুলো হলো: আরবিএস ফ্রেমওয়ার্ক প্রবর্তন, সাংগঠনিক পুনর্গঠন, কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন, রেশনালাইজড ইনপুট টেমপ্লেট (আরআইটি) বা তথ্যভিত্তিক পর্যবেক্ষণ বাস্তবায়ন, এবং ঝুঁকি মূল্যায়ন, পরিকল্পনা, পর্যবেক্ষণ অন্তর্ভূক্তকরণ ইত্যাদির চক্রাকার তত্বাবধায়ন প্রক্রিয়া।

আরবিএস বাস্তবায়ন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্মকর্তা, সংশ্লিষ্ট নির্বাহী পরিচালক এবং পরিচালকদের সঙ্গে ইতিমধ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গেও এ বিষয়টি আলোচনা করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, এ উদ্যোগ দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা সুসংহত করবে এবং দীর্ঘমেয়াদে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সহায়তা করবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102