রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে কটূক্তি করায় কনস্টেবলকে বরখাস্ত

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
২০২৩ সালের ১৩ই জুলাই থেকে কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত ছিল।সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে ‘কটূক্তি’ করায় কুষ্টিয়ায় এক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মিজানুর রহমান গত শনিবার বলেন, তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় কনস্টেবল ফারজুল ইসলাম রনিকে সাময়িক বরখাস্ত করে চাকরিচ্যুতির সুপারিশ করা হয়েছে।

১লা জুলাই ফারজুল ইসলাম ফেইসবুকে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে একটি পোস্ট দেন। পরে খুব অল্প সময়ের মধ্যেই সেটি মুছে দেন। তখন তিনি দাবি করেন, তার আইডিটি হ্যাক হয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে সেটি সমালোচনার মধ্যে পড়ে।

১লা জুলাই ফারজুল ইসলাম ফেইসবুকে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে একটি পোস্ট দেন। পরে খুব অল্প সময়ের মধ্যেই সেটি মুছে দেন। তখন তিনি দাবি করেন, তার আইডিটি হ্যাক হয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে সেটি সমালোচনার মধ্যে পড়ে।

 

কনস্টেবল ফারজুল ইসলাম রনিকে গ্রেপ্তার ও বরখাস্তের দাবিতে ওই রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা কুষ্টিয়া  জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে বিক্ষোভ করেন।

পরদিন ২রা জুলাই ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার শিকদার হোসেন ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার ও পরিদর্শক দেবাশীষ রায়কে নিয়ে একটি কমিটি করা হয়।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বলেন,ফ্যাসিবাদী দুস শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত জুলাইকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই। পুলিশ সদস্য ফারজুল ইসলাম রনির বিরুদ্ধে নেওয়া এই উদ্যোগ দৃষ্টান্ত হয়ে থাকবে।

ফারজুল ইসলাম রনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামের মৃতঃ জালাল উদ্দিন মৃধার ছেলে। তিনি ২০২৩ সালের ১৩ই জুলাই থেকে কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত ছিল।  ছুটিতে গিয়ে আত্মগোপনে রয়েছে বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102