রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন

সবাই ঐক্যবদ্ধ থাকলে জনগণের ইচ্ছার বাইরে যাওয়ার শক্তি কারও নেই

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
যশোরে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে জনগণের ইচ্ছার বাইরে যাওয়ার শক্তি কারও নেই। বিএনপি সর্বদা দেশ ও জনগণের পাশে আছে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত।

তিনি বলেন, কোনো অজুহাতে নির্বাচন পিছিয়ে দিয়ে অরাজনৈতিক সরকারকে আসতে দেওয়ার সুযোগ নেই। দেশ ও জনগণের প্রয়োজনেই নির্বাচন আদায় করে নিতে হবে। যে গণতান্ত্রিক সরকারের জন্য বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে ত্যাগ স্বীকার করেছে, কোনো অজুহাতেই সেই নির্বাচন পেছানো যাবে না।

গতকাল শনিবার যশোর নগর মহিলা দলের ৩ ও ৯ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত পৃথক দুটি নারী জনো সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই, যে সরকার জনগণের মতামতের ভিত্তিতে গঠিত হবে। সেই সরকার দেশ ও জনগণকে নিরাপদে রাখবে।

তিনি অভিযোগ করে বলেন, জনগণের এই প্রত্যাশিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি যখন আন্দোলন করছে, তখন গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, যাতে আওয়ামী লীগের ‘দুষ্কৃতিকারীরা’ আবার ফিরে আসতে পারে। তিনি ফ্যাসিবাদী শেখ হাসিনা ও তার দোসরদের আর কোনোদিন ক্ষমতায় ফিরে আসতে না দেওয়ার শপথ গ্রহণের আহ্বান জানায়।

তিনি নারী সমাজের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, পরবর্তীতে বেগম খালেদা জিয়া দেশ পরিচালনার সুযোগ পেয়ে নারীদের উন্নয়নে কাজ করেছেন। তিনি বলেন, বিএনপি আগামীতে জনগণের ভোটে আবারও দেশ পরিচালনার সুযোগ পেলে নারীদের জন্য চলমান কর্মসূচিগুলো বৃদ্ধি করবে। তিনি দাবি করেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন, আর জনগণ শেখ হাসিনা ও তার দোসরদের দেশ ছাড়তে বাধ্য করেছে। নার্গিস বেগম বলেন, ‘আমাদের শক্তি জনগণ, এই জনগণকে সাথে নিয়ে দেশবিরোধী সকল অপশক্তিকে রুখে দেব ইনশাআল্লাহ।

পৃথক দুটি সমাবেশে প্রধান বক্তা হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে একমাত্র বিএনপিই নিরবচ্ছিন্নভাবে আন্দোলন করেছে, যা অন্য কোনো রাজনৈতিক দল করেনি।

তিনি উল্লেখ করেন, অন্যান্য দল কখনো আন্দোলন করেছে, কখনো বিশ্রাম নিয়েছে, আবার কখনো কৌশলের অংশ হিসেবে আওয়ামী লীগের সাথে মিলেমিশে চলেছে। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা বিরোধী আন্দোলনে মহিলারা শক্তির আধার ছিলেন এবং আজকের পরিবর্তনের পেছনে পুরুষের পাশাপাশি নারীদেরও বড় অবদান রয়েছে। তাই আগামী দিনের বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, সেই সিদ্ধান্ত পুরুষদের পাশাপাশি নারীদেরও নিতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না, নগর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মারুফ হোসেন।

ঘোপ মাহমুদুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত সমাবেশে সাবেক নারী নেত্রী সাহিদা আক্তার সভাপতিত্ব করেন এবং জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনু পরিচালনা করেন। ৯ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে যশোর বকচর হুশতলা এলাকায় অনুষ্ঠিত সমাবেশে নারী নেত্রী ডা. সালমা ফারিয়া সভাপতিত্ব করেন এবং জেলা মহিলা দল নেত্রী অ্যাডভোকেট মিলুদা পারভীন পরিচালনা করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102