শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন

মানবতার ফেরিওয়ালা পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ( ওসি ) সুমন কুমার মহন্ত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

মোঃ তৌহিদ আলম লালমনিরহাট প্রতিনিধিঃ

মানবতার ফেরিওয়ালা ওসি সুমন কুমার মহন্ত এতিমদের কাছে পিতা!
পুলিশ কর্মকর্তা হলেও অসহায় মানুষের কাছে মানবতার দেবতা হিসেবে পরিচিত পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার মহন্ত।

পাটগ্রাম থানার পুলিশ (ওসি) সুমন কুমার মহন্ত

এতিমদের কাছে পুলিশ কর্মকতা হিসেবে নন, একজন পিতা হিসেবেই পাশে থেকে রেকর্ড গড়ে চলেছেন এই পুলিশ কর্মকর্তা। সূত্রমতে, সুমন কুমার মহন্ত পাটগ্রাম থানায় যোগদান করার পর থেকে তাঁর কঠোরতায় উপজেলায় মাদকের প্রবনতা হ্রাস পেয়েছে। চাঁদাবাজ ও ছিনতাই প্রবনতা নেই বললেই চলে। আগের মতো চুরি-ডাকাতির ঘটনাও নেই। বাল্য বিবাহ ও মাদকের বিরুদ্ধে সহ নানামুখী অপরাধ দমনে তিনি কঠোর হলেও অসহায় মানুষের কাছে তিনি দেবতা।

পুলিশ জনগনের বন্ধু এবং সেবক, এই কথাগুলো বাস্তবে প্রমাণ করেছেন পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত।
মানুষ অসহায় হয়েই পুলিশের কাছে আসে। পুলিশ হয়তো সব সমস্যার সমাধান করতে পারবে না, কিন্তু মনযোগ দিয়ে তাদের কথাগুলো শোনেন এবং করণীয় সম্পর্কে তাদেরকে বুঝিয়ে বলেন ওসি সুমন কুমার মহন্ত। সামান্যতম অহংকারও তাঁর মাঝে নেই। থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব।
যেসব বৃত্তবানদের সামর্থ আছে, তাদের ঘুমন্ত মানবতা জেগে উঠবে এটা আমার বিশ্বাস।
পাটগ্রাম উপজেলার তরুণ সাংবাদিক মিনহাজ পারভেজ বলেন, মানবতার দেবতা হিসেবে পরিচিত হয়ে উঠেছেন থানার ওসি সুমন কুমার মহন্ত।
পুলিশের কর্তব্য জনগণের সেবা করা, জনগণকে ভালবাসা, দুর্দিনে জনগণকে সাহায্য করা। পুলিশ অসহায় ও বিপদগ্রস্ত মানুষের বন্ধু হয়ে প্রমাণ করেছেন এবং পাটগ্রাম উপজেলার সকল মানুষের কাছে সুসম্পর্ক ও আস্থা গড়েছেন মানবতার ফেরিওয়ালা ও পাটগ্ৰাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102