রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন

সিআইডি প্রধানের সাথে JICA প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

সিআইডি সদর দপ্তর, ঢাকায় সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম মহোদয়ের সাথে Japan International Cooperation Agency (JICA)-এর প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় JICA-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন Chief Advisor Mr. Shoji Akihiro, Project Coordinator Ms. Katsuki Naho, Japanese Guest Mr. Sugawara Yuki এবং Admin Officer Ms. Farzana Sharlin। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর পক্ষ থেকে সিআইডি প্রধানসহ উপস্থিত ছিলেন জনাব মো. আবুল বাশার তালুকদার, ডিআইজি (সিপিসি), জনাব এ,এফ,এম আনজুমান কালাম বিপিএম-বার, অতিরিক্ত ডিআইজি (পশাসন), জনাব মো. একরামুল হাবীব অতিরিক্ত ডিআইজি (অর্গানাইজড ক্রাইম), জনাব মোহাম্মদ শাসসুল হক, অতিরিক্ত ডিআইজি, জনাব শম্পা ইয়াসমীন বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারী অতিঃ ডিআইজি), ফরেনসিক এবং সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় Japan Debt Cancellation Fund (JDCF)-এর সহায়তায় সিআইডিতে স্থাপিত ডিজিটাল ফরেনসিক ল্যাব এবং JICA-এর সহায়তায় পরিচালিত পূর্বের প্রশিক্ষণ কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়। বিশেষ কারে সাইবার অপরাধ ও ডিজিটাল ফরেনসিক এর মত বিশেষায়িত ও উন্নত প্রশিক্ষণের বিষয়গুলো সভায় গুরুত্ব পায়। প্রশিক্ষণ ছাড়াও প্রযুক্তিগত সহায়তা ও সক্ষমতা বৃদ্ধির সম্ভাব্য দিকগুলো নিয়েও আলোচনা হয়।

আলোচনা শেষে JICA-এর প্রতিনিধি দল সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাব পরিদর্শন করেন এবং ল্যাবের কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102