রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন

তারাকান্দায় বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রভাষক জাহাঙ্গীর আলম, তারাকান্দা উপজেলা (ময়মনসিংহ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
তারাকান্দায় বিভিন্ন পায়তারায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন( Press Conference)  করেছেন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র  যুগ্ম-আহবায়ক আ. মালেক আর্মিসহ  শামছুল হক গংদের লোকজন।

ময়মনসিংহের উঃজেলার তারাকান্দা উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ  বিভিন্ন পায়তারায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন( Press Conference)  করেছন ”তারাকান্দা উপজেলা
প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র  যুগ্ম-আহবায়ক আ. মালেক আর্মিসহ  শামছুল হক গংদের লোকজন । আ. মালেক আর্মি বাংলাদেশ সেনাবাহিনী হতে  অবঃপ্রাপ্ত হওয়ার পর হতে স্থানীয় ভাবে
নানান ভাবে মানুষের সেবা করে আছেন। তিনি একজন সমাজ সেবক ও মানবাধিকার উন্নয়ন কর্মী। তার কোন পুত্র সন্তান নেই। নানান সময়, নানান জায়গায় সামাজিক উন্নয়ন মূলক কাজ করে গিয়ে হয়েছেন আলোচিত-সমালোচিত। তবে মানুষের উপকার করায় তার ধর্ম। আল্লাহ তালা তাকে যথেষ্ট দিয়েছেন, অর্থনৈতিকভাবেও যথেষ্ট সমৃদ্ধ। তাই তার চাহিদা শুধু মানুষের উপকার করা। তারাই ধারাবাহিকতায় ঘটে এমন ঘটনা। তাই হচ্ছেন আলোচিত-সমালোচিত। তবে দিন শেষে সময় বলে দিবে সত্যের পক্ষে থাকা এতোটা সহজ না। আঁধার  পেরিয়ে আলো উজ্জীবিত হয়ে। ইতিহাস তাই স্বাক্ষী দিয়ে আসছে যুগ যুগ ধরে।

 ২ জুলাই(বুধবার)বিকাল সাড়ে ৪ টায় নতুন বাজারস্থিত তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্য্যালয়ে স্থানীয় ও জাতীয় দৈনিকের সাংবাদিকদসহ ভূক্তভোগীদের উপস্থিতিতে নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানান পায়তারায় অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন তিনিসহ শামছুল হক গংদের লোকজন।

লিখিত বক্তব্যে জনাব মালেক সাহেব বলেন-তারাকান্দা উপজেলার কামারগাঁও  ইউনিয়নের রায়জান বাজারের রায়জান গ্রামে সাইফুল ইসলাম গং এবং শামছুল হক গংদের মধ্যে বাজারে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানের দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলাবস্থায় গত কয়েকদিন পূর্বে দখল বে-দখলের উত্তপ্ত ঘটনা ঘটে ।

বিষয়টি জটিল রুপ নেওয়ায় বিষয়টি আইন-আদালতে গড়ায়।এদিকে স্থানীয় থানা এরিয়ার হওয়ায় পরিস্থিতির অবনতি ঘটলে একদিন সেনাবাহিনীর সদস্যরা এবং থানা পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণেও কাজ করতে বাধ্য হন।

পরে ভূক্তভোগী শামছুল হক বিষয়টি আমি আঃ মালেক আর্মিকে  জানালে, আমি সংবাদ প্রকাশ করি কারণ আপনারা জানেন আমার একটি স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব ।

এতে আমার প্রতি ক্ষিপ্ত হয়ে শামছুল হকের প্রতিপক্ষ সাইফুল গং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে
নানান পায়তারায় নানান ভাবে সর্বোচ্চভাবে  অপপ্রচার চালায় বা চালিয়ে যাচ্ছে  এবং উৎকোচ, উৎকোচ গ্রহণের মিথ্যা অভিযোগ তুলে মানহানিকর বক্তব্য প্রচার করে এবং করে আসছে।

আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় তিনি আরও জানান আইনজীবির সাথে পরামর্শ করে পরবর্তী কর্মপন্থা ঠিক করবেন বলেও জানান জনাব আব্দুল মালেক আর্মি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102