দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়েছে।
বুধবার (জুলাই ২) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক চিঠিতে মেয়াদ বাড়ানোর বিষয়টি অবহিত করা হয়।
চিঠিতে বলা হয়- চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসকের মেয়াদোত্তীর্ণের তারিখ ৮ জুলাই থেকে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক ৬০ দিন নির্দেশক্রমে বৃদ্ধি করা হলো।
জানা যায়, জুন ২৩ ২০২৫ সচিব, বাণিজ্য মন্ত্রণালয় এর কাছে চেম্বার থেকে প্রশাসকের মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়ে চিঠি প্রেরণের প্রেক্ষিতে বর্তমান প্রশাসকের মেয়াদ নতুন করে আরও ৬০ দিন বাড়ানো হয়েছে।