রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোছা: ইয়াছমিন খাতুন।
এসপি মোছা: ইয়াছমিন খাতুন বলেন, সাবেক এমপি দুর্জয়ের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানাসহ অন্যান্য থানায় একাধিক মামলা রয়েছে। ৫ আগস্টের ঘটনায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।।