রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন

যশোর বোর্ডে এইচএসসি.ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২৫২৩,বহিষ্কার দুই জন

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এইচএসসি ইংরেজি প্রথম পত্র (১০৭) আবশ্যিক পরীক্ষায় অসাধউপায় অবলম্বন করার দায়ে দুই জনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ঔই দিনে পরীক্ষায় দুই হাজার ৫২৩ জন অনুপস্থিত ছিল। যশোর শিক্ষা বোর্ডের আওতায় ১০ জেলায় ২৪০টি কেন্দ্রে ৫৭৫টি কলেজের এক লাখ ১১ হাজার ২৫৪ জন পরীক্ষা দেয়ার কথা থাকলেও পরীক্ষা হলে উপস্থিত ছিল এক লাখ ৮ হাজার ৭৩১ জন। ফলে অনুপস্থিত ২৫২৩ জন। অনুপস্থিতির হার ছিল ২.২৭ শতাংশ। গত বছর এইদিনে অনুপস্থিত ছিল ১৯০৬ জন, গত বারের চেয়ে অনুপস্থিতির হার বেশি। গতবার অনুপস্থিতির ছিল ১.৬২ শতাংশ।

এদিকে পরীক্ষায় অসাধ উপায় অবলম্বন করার দায়ে দুই জনকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হয়েছে। এদের একজন চুয়াডাঙ্গা জেলার দর্শনার, তার রোল দর্শনা-২৮১-২০৯৩৪৩ এবং অন্যজন হলো মাগুরা। তার রোল মাগুরা -৩৪৩-২৫৬৩৬৮

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আব্দুুল মতিনের দপ্তর সূত্রে এ বিষয় নিশ্চিত হওয়া গেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102