শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে শহীদের ঋণ পরিশোধের এখনই সময়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

জনগণের জবাবদিহিমূলক সরকার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে জুলাই-আগস্টের অভ্যুত্থানের শহীদদের ঋণ পরিশোধের এখনই সময় বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বহু মানুষের ত্যাগ-তিতীক্ষায় নতুন বাংলাদেশ দেখেছে।

বাংলাদেশের ঘটনাবহুল ইতিহাসের একটি রক্তাক্ত অধ্যায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে দেশ ও জনগণের ওপর চেপে বসা ফ্যাসিবাদবিরোধী এই আন্দোলনে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। গুম-খুন-নিপীড়নের শিকার হয়েছে বহু মানুষ।

মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ‘গণঅভ‍্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, বর্তমানে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জনগণের সামনে একটি আধুনিক ও প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। আমাদের রাজনীতির প্রধান অঙ্গীকার নিরাপদ কর্মপরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি। আমাদের এবারের রাজনীতি এই অঙ্গীকার বাস্তবায়ন ও দৃষ্টান্ত স্থাপনের।

জাতীয় স্বার্থে ও জাতীয় ইস্যুতে ঐক্যমত থাকাটা সবচেয়ে বেশি জরুরি উল্লেখ করে তিনি বলেন, আগামীতে আর কোনো অপশক্তি যেন বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস না দেখায়, মাথাচাড়া দেওয়ার দুঃসাহস না দেখায়; সে লক্ষে ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রয়েছে, ভবিষ্যতেও অটুট থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102