রংপুরে পুলিশ সদস্যদের ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) সব সদস্যকে পুলিশ পরিচয়ে ফেসবুকসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন আরপিএমপি কমিশনার মো. মজিদ আলী।
সোমবার (৩০ জুন) রংপুর পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় এ নির্দেশনা দেন তিনি। পুলিশ কমিশনার বলেন, পরিচয় ব্যবহার করে ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে সক্রিয় থাকা সম্পূর্ণ নিষিদ্ধ। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি অনলাইন জিডি বিষয়ে পর্যাপ্ত ধারণা রাখতে এবং জনসাধারণকে আরও ভালো সেবা দিতে নির্দেশ দেন। সভায় পেশাদারিত্ব বজায় রাখা, সতর্ক থাকা ও পেশাগত উৎকর্ষ সাধনের আহ্বান জানান মজিদ আলী।
এ সময় উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে কমিশনার গত সভায় উত্থাপিত সমস্যাগুলোর অগ্রগতি পর্যালোচনা করেন এবং নতুন সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন।