জুলাই সনদ বা জুলাই ঘোষণার বিষয়ে কোনো ধরনের টালবাহানা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১ জুলাই) রংপুরের পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ আমাদের আন্দোলনের চেতনা। এটিকে ঘিরে কোনো ধরনের ধোঁকাবাজি, বিলম্ব বা টালবাহানা সহ্য করা হবে না। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই— এ দাবিকে উপেক্ষা করলে জনতার প্রতিরোধ গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা যাবে না। “যারা জুলাই আন্দোলনে জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দিতে হবে এবং ঘোষণার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে,” বলেন নাহিদ ইসলাম।