রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন

এমন সরকার ক্ষমতায় আসুক যে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে.অধ্যাপক নার্গিস বেগম

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
যশোর বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার অবৈধ শাসনামলে দেশের নারীরা সবচেয়ে বেশি অনিরাপদ ছিল। আওয়ামী লীগের গুন্ডা-পান্ডাদের দাপটে মহিলারা ঘর থেকে বেরিয়ে নিরাপদে ঘরে ফিরতে পারেনি।
বিএনপি যখনই জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, তখনই নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে। আমরা চাই, আগামী দিনে এমন একটি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক, যে সরকার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে। যাতে করে আমাদের কোনো বোন বাড়ির বাইরে বের হলে বখাটের অত্যাচারের শিকার হবে না।

গতকাল রোববার যশোর সদর নগর মহিলা দলের ৪ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন।

যশোর সদর শহরের পুরাতন কসবা ঘোষপাড়ায় অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএন পি নারীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধার দ্বার উন্মোচন করে দিয়েছিল। মহিলারা দেশ ও সমাজে অনেক ক্ষেত্রে পরিবর্তন ঘটাতে পারে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটিও অনুধাবন করে নারীদের ঘরের বাইরে এনে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তাদের দেশ গঠনের কাজে নিয়োগ করেছিল।

তিনি নারীদের নিশ্চিত ও নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন। পরবর্তীকালে বেগম খালেদা জিয়াও জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়ে নারীদের জীবনমান উন্নয়নে কাজ করেছিলেন। বিএনপি আগামীতে জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তাদের যে পরিকল্পনা রয়েছে, তার মধ্যে অন্যতম হলো ফ্যামিলি কার্ড। যেটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন। সেই ফ্যামিলি কার্ডের টাকা দিয়ে মহিলারা তাদের সংসারের ব্যয় নির্বাহ করতে পারবেন।

সমাবেশে সভাপতিত্ব করেন নাজমা আক্তার। সমাবেশে বক্তব্য রাখেন,যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিক বাচ্চু, নগর বিএনপি নেতা আলী হোসেন মদন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন, নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102