গোপালগঞ্জের কাশিয়ানীতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে প্রতারণার অভিযোগে ফয়সাল আহমেদ (৩৩) নামে এক ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করেছে যৌথবাহিনী।
রোববার (২৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের আড়পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক ফয়সাল নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা মেহেরপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। যৌথবাহিনী অভিযান চালিয়ে তার কাছ থেকে ৮ ভরি স্বর্ণালংকার, ৩৮ হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও ৬টি সিমকার্ড উদ্ধার করে।
যৌথবাহিনীর তথ্য অনুযায়ী, ফয়সাল নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে আড়পাড়া গ্রামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর গত ২৫ মে গোপনে কোর্ট ম্যারেজ করে মেয়েটিকে। বিয়ের পর নানা অজুহাতে শ্বশুরের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেয় সে।
এরপর পুনরায় টাকা নিতে শ্বশুরবাড়িতে গেলে তার কথাবার্তায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। জিজ্ঞাসাবাদে অসঙ্গতিপূর্ণ উত্তর দিলে তারা কাশিয়ানী আর্মি ক্যাম্পে খবর দেন। যৌথবাহিনী গিয়ে তাকে আটক করে এবং থানায় হস্তান্তর করে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, “ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”