জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থাগুলোর নিয়োগের জন্য একটি স্থায়ী কমিটি গঠনে রাজনৈতিক দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে এই প্রস্তাবিত কমিটি গঠনে এখনো বিএনপির আপত্তি রয়েছে।
রোববার (২৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের সপ্তম দিনের প্রথম পর্ব শেষে তিনি সাংবাদিকদের এসব বলেন।
ডা. তাহের জানান, প্রস্তাবিত কমিটি প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি এবং রাষ্ট্রপতির একজন প্রতিনিধি নিয়ে গঠিত হবে। তিনি বলেন, “এটি এক্সিকিউটিভের অধীনে নয়। আগে আলাদা সার্চ কমিটি থাকায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের সুযোগ বেশি ছিল, নতুন স্থায়ী কমিটি সে সুযোগ কমাবে।”
তিনি বলেন, বিএনপি এখনো কমিটি গঠন প্রক্রিয়ায় রাজি হয়নি। তবে দুই-তৃতীয়াংশের বেশি দল প্রস্তাবের পক্ষে। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে সব পক্ষকে ঐকমত্যে আনা সম্ভব হবে।
দ্বিকক্ষবিশিষ্ট (বাই ক্যামেরাল) পার্লামেন্ট নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। উচ্চকক্ষে জনগণের ভোটের প্রতিফলন থাকতে হবে বলেও মত দেন।
ডা. তাহের বলেন, “সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে, যা দেশকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে মুক্ত করে পরিবর্তন আনবে।”