রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন

ইউনূসের নির্বাচন আয়োজনের ‘ভাবসাব নেই’ মন্তব্য বিএনপি উপদেষ্টা ফজলুর রহমানের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন— এমন আস্থা তার ভাবভঙ্গিতে দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় কিশোরগঞ্জের ইটনার চৌগাংগা কামিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত এক সভায় তিনি বলেন, “ইউনূস সাহেব যেদিন নির্বাচন দেবেন, সেদিন আমি বিশ্বাস করব। আমার নেতা তারেক রহমান বিশ্বাস করছেন, আমিও করলাম। কিন্তু ভাবসাব দেখে মনে হয় না।”

ফজলুর রহমান আরও বলেন, “ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, ইউনূস সাহেব আপনাকে সালাম। কিন্তু বলুন— ফেব্রুয়ারির কত তারিখ নির্বাচন? কী বারে হবে? রিটার্নিং অফিসার কারা হবেন? কত দিন প্রচারণা হবে? এগুলো স্পষ্ট করেন না কেন?”

তিনি দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারলেই দেশ শান্ত হবে এবং তখন সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে।

দেশের পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “দেশ–জাতি আজ বড় বিপদের সামনে। মুক্তিযুদ্ধের জন্য সবচেয়ে দুঃসময় চলছে। যারা মুক্তিযুদ্ধ মানে না, তারা মাকেও মানে না—আমি তাদের ঘৃণা করি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি তোফায়েল আহমেদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102