মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চীন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

চীনের পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে সোমবার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টা ৫৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

সংস্থাটি প্রথমে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ২ বললেও পরে তা বাড়িয়ে ৫ দশমিক ৫ নির্ধারণ করে।

সিইএনসি জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে। গানসু প্রদেশ ভূমিকম্পপ্রবণ এলাকা। এটি ছিংহাই–তিব্বত মালভূমির উত্তর প্রান্তে অবস্থিত। এর আগে ২০২৩ সালে গানসু ও পাশের ছিংহাই প্রদেশে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পটি ছিল ২০১৪ সালের পর সবচেয়ে ভয়াবহ, যাতে ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়। সূত্র: আল-অ্যারাবিয়া, চায়না ডেইলি

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102