সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

সংস্কৃতি মন্ত্রণালয়ের ‘বই নির্বাচন কমিটি’ বাতিল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে গঠিত ‘বই নির্বাচন কমিটি’ বাতিল করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৫-২০২৬ অর্থবছরে বেসরকারি গ্রন্থাগারে অনুদানের জন্য বই নির্বাচনের উদ্দেশ্যে ২০২৫ সালের ১১ নভেম্বর গঠিত বই নির্বাচন কমিটি বাতিল করা হলো।’

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে আফসানা বেগমের সঙ্গে সরকারের নিয়োগ চুক্তি বাতিলের পর তার দায়িত্বকালে বই ক্রয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়লে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এর আগে, কমিটি কর্তৃক ক্রয়কৃত বইয়ের তালিকা অনলাইনে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

এ কমিটির তীব্র সমালোচনা করে লেখক ও বিশ্লেষক মাসকাওয়াথ আহসান বলেন, এই কমিটি জুলাই গণঅভ্যুত্থান, পিলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বরের ঘটনা এবং আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত লুটপাট ও দুর্নীতির ওপর কোনো বই কেনেনি।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা লেখকদের বইও এই কমিটি বাদ দিয়েছে। আফসানা বেগমের তত্ত্বাবধানে কমিটি আওয়ামী লীগ ঘেঁষা লেখক ও প্রকাশকদের বই কেনার ওপর গুরুত্ব দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান বলেন, ‘বই নির্বাচন কমিটি বাতিল করা হয়েছে এবং শিগগিরই একটি নতুন কমিটি গঠন করা হবে। পাশাপাশি জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ বই কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।’

তিনি বলেন, চলতি অর্থবছরেই জুলাইয়ের গণঅভ্যুত্থান, পিলখানা ও শাপলা ট্র্যাজেডিবিষয়ক বই ক্রয়ের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102