মোঃ আরমান হোসেন, দিনাজপুর প্রতিনধিঃ জাতীয় মহিলা সংস্থার দিনাজপুরের চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভানেত্রী, বিশিষ্ট নারী নেত্রী ও সমাজসেবক মেহের সুলতানা’র নামাজের জানাযা ও দাফনকার্য সম্পন্ন হয়েছে। ১৪ নভেম্বর শনিবার বাদ যোহর দিনাজপুর শহরের নিউটাউন মিতালী সংঘ মাঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।
নামাজের জানাযায় অংশ নেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বজলুল হক, মোঃ আলাউদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, জেলা আওয়ামীলীগ নেতা মোঃ তৈয়ব উদ্দিন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক হাজী মোঃ সাইফুল ইসলাম এ্যাডভোকেট, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেক মেয়র শফিকুল হক ছুটু, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আহম্মেদ শফি রুবেল, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস.এম খালেকুজ্জামান রাজু, ক্রিয়া সংগঠক মোঃ মিজানুর রহমান পাটোয়ারী বাবু, পরিষদের সদস্য ফয়সল হাবিব সুমন, সাবেক এমপি মরহুম আমজাদ হোসেনের পুত্র শওকত হোসেন বুল্লা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, সাবেক উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, জেলা তাঁতী লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম আলাল, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী সোহাগ,সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চল, জেলা যুবলীগ নেতা ইদি আমি ফ্রান্সিস, জাতীয় মহিলা সংস্থা দিনাজপুরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযা শেষে ফরিদপুর কবরস্থানে মরহুমার দাফনকার্য সম্পন্ন হয়।
উল্লেখ্য গত শুক্রবার দিবাগদ রাত ৯.১০ মিনিটে নিজ বাসভবন উপশহরস্থ খোদ মাধবপুর মিস্ত্রীপাড়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি চার পুত্র দুই কন্যাসহ নাতি-নাতনী এবং অসংখ্য আত্মিয়স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন।
অপরদিকে জাতীয় মহিলা সংস্থা দিনাজপুরের চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি মেহের সুলতানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান লুলু, সাধারন সম্পাদক আবু সাইদ আহম্মেদ কুমার।
এএসবিডি/আরএইচএস